thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

লকডাউনের চতুর্থ দিনে রাজধানীতে ৬১৮ জনকে আটক

২০২১ জুলাই ০৪ ১৬:৫৫:৪১ ২০২১ জুলাই ০৪ ১৯:০০:০০
লকডাউনের চতুর্থ দিনে রাজধানীতে ৬১৮ জনকে আটক

দ্য রিপোর্ট প্রতিবেদক: সাত দিনের চলমান কঠোর লকডাউনের চতুর্থ দিনে রাজধানীতে সরকারি আদেশ অমান্য করায় ৬১৮ জনকে আটক করেছে পুলিশ। রোববার (৪ জুলাই) বিকালে গণমাধ্যমকে এ তথ্য জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৬১৮ জনকে আটকের পাশাপাশি অযথা বাড়ির বাইরে বের হওয়ায় ভ্রাম্যমাণ আদালত ১৬১ জনকে ৫৪ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া লকডাউনের নিময় ভঙ্গে ৪৯৬টি গাড়িকে ১২ লাখ ৮১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২৯ জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত ১ জুলাই থেকে এক সপ্তাহের জন্য দেশজুড়ে কঠোর বিধিনিষেধ জারি করা হয়।

কঠোর এই লকডাউনে অযথা ঘরের বাইরে বের হওয়া নিষেধাজ্ঞা ছাড়াও শপিংমল, দোকানপাট, গণপরিহন বন্ধ রাখা হয়েছে। জনসাধারণকে কঠোর স্বাস্থবিধি মেনে চলারও নির্দেশনা দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৪ জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর