thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

নিখোঁজ জাবি শিক্ষার্থী রাজুর সন্ধানের দাবিতে জাবিতে মানববন্ধন

২০২১ জুলাই ০৯ ২২:৫৪:৩১
নিখোঁজ জাবি শিক্ষার্থী রাজুর সন্ধানের দাবিতে জাবিতে মানববন্ধন

জাবি প্রতিবেদক:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নিখোঁজ শিক্ষার্থী জাহিদ হাসান রাজুর সন্ধান চেয়ে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে সংহতি জানিয়ে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (০৯ জুলাই) বিকাল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাংগঠনিক সম্পাদক তাসিবুল গণি নিলয়-এর সঞ্চালনায় রসায়ন বিভাগের ৪২ ব্যাচের শিক্ষার্থী রুস্তম আলী বলেন, 'আমাদের বন্ধু জাহিদ ১৫ দিন ধরে নিখোঁজ। এ ব্যাপারে আমরা যতটা শঙ্কিত তার চেয়েও জাহিদের পরিবার বেশি শঙ্কিত। আমরা আমাদের বন্ধুর সন্ধান চাই।'

ছাত্র অধিকার পরিষদ, জাবি শাখার দপ্তর সম্পাদক ইকবাল বলেন, 'বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এতদিন ধরে নিখোঁজ। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো কোন কার্যকরী পদক্ষেপ কেন নিচ্ছে না? আমাদের ভাইয়ের সন্ধান পেতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি। অতিদ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকরী পদক্ষেপ নিবে বলে আশা করি।'
দর্শন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক রিহান বলেন, 'একজন ব্যক্তি যে দলেরই হোক বা যে মতেরই হোক না কেন, ১৫ দিন ধরে নিখোঁজের বিষয়টি মেনে নেওয়া যায় না। '
সৌমিক বাগচী, 'জাহিদ দেশের একজন নাগরিক, তার খোঁজ পাওয়ার অধিকার আমাদের রয়েছে। এভাবে নিখোঁজ থাকা মেনে নেওয়া কষ্টকর। যদি সে অপরাধী হয় তাহলে আইনত বিচার করা হোক, তবুও আমাদের ভাইকে ফিরিয়ে দেওয়া হোক। এবিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের সহযোগিতা কামনা করি।'
রাকিবুল রনি, 'আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১৫ দিনেও জাহিদ হাসানের খোঁজ দিতে ব্যর্থ হয়েছে। আমরা এই ব্যর্থতার প্রতিবাদে এখানে জড়ো হয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আমাদের দুইটা দাবি, জাবি প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে এবং দ্রুত রাষ্ট্রীয় হস্তক্ষেপে জাহিদের সন্ধান দিতে হবে।'
দ্য রিপোর্ট/এএস/৯জুলাই ২০২১

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর