thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১,  ৪ রবিউস সানি 1446

আইপিএলে যেতে হলে দুই ডোজ টিকা নিতে হবে সাকিব-মুস্তাফিজদের

২০২১ আগস্ট ০৬ ১৯:৫৬:৫২
আইপিএলে যেতে হলে দুই ডোজ টিকা নিতে হবে সাকিব-মুস্তাফিজদের

দ্য রিপোর্ট প্রতিবেদক আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে আগামী ১৯ সেপ্টেম্বর মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) স্থগিত হওয়া আসরটি। করোনার কারণে চলতি বছরের শুরুর দিকে টুর্নামেন্টটি স্থগিত হওয়ায় এবার বাড়তি সতর্কতা অবলম্বন করতে যাচ্ছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।


নতুন নিয়ম অনুযায়ী, আইপিএল খেলতে হলে সব ক্রিকেটারকে অন্তত দুই ডোজ টিকা নিতে হবে। সে হিসেবে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় আইপিএল খেলতে হলে টিকা নিতে হচ্ছে বাংলাদেশের সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে। এরপরই দুবাইয়ের বিমানে ওঠতে পারবেন তাঁরা।

আইপিএলের এবারে আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব। এদিকে রাজস্থান রয়্যালসের হয়ে মাঠ মাতাবেন মুস্তাফিজ। বিসিসিআই শর্ত দেয়ার আগেই এক ডোজ করে টিকা নিয়েছেন বাংলাদেশের এই দুই ক্রিকেটার। চলতি বছরের শুরুর দিকে নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে টিকা নিয়েছিলেন মুস্তাফিজ।

এদিকে যুক্তরাষ্ট্রে থাকাকালীন টিকা নেন সাকিব। দুই ডোজ টিকা নিলেও আইপিএলে অংশ নেয়া ক্রিকেটারদের অন্তত সাতদিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এরপর করোনা পরীক্ষায় নেগেটিভ আসলে দলের অনুশীলনে যোগ দেয়ার অনুমতি পাবেন।

এ প্রসঙ্গে বিসিসিআই জানিয়েছে, ‘আমরা বলে দিয়েছি যারা করোনার উভয় ডোজ টিকা নিবে, তাদের আমিরাতে আসতে কোনো বাধা নেই। দলগুলোকে অনুশীলন শুরু করতে, এখানে এসে খুব সম্ভবত সাত দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।’

মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে আগামী ১৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে আইপিএল। টুর্নামেন্ট শুরুর দেড় মাস বাকি থাকলেও আগামী ১০ আগস্টের পর থেকেই দুবাইয়ে যাওয়ার অনুমতি পাচ্ছে দলগুলো।

সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে ১৩ আগস্ট দুবাই যাচ্ছে চেন্নাই। যেখানে ঘরোয়া ক্রিকেটারদের সঙ্গে থাকবেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বিষয়টি নিশ্চিত করেছে চেন্নাইয়ের প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথ।

(দ্য রিপোর্ট/আরজেড/০৬আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর