thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

শোক দিবসে বঙ্গবন্ধুর হত্যায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিড়ি শ্রমিকরা

২০২১ আগস্ট ১৫ ২০:২০:৪১
শোক দিবসে বঙ্গবন্ধুর হত্যায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিড়ি শ্রমিকরা

দ্য রিপোর্ট প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিক ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন।

রবিবার জাতীয় প্রেস ক্লাব, রংপুর, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, পাবনা, নেত্রকোনা, বগুড়া, সিলেট, ভৈরব, যশোর, বাগেরহাট, বরিশালসহ বিভিন্ন স্থানে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে বিড়ি মালিক ও শ্রমিকরা। সভায় বিড়ি শ্রমিকদের অধিকার আদায়ে বঙ্গবন্ধুর সাথে বিভিন্ন সময় কাজের স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন শ্রমিক নেতারা।

জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আলোচনা সভায় ফেডারেশনের সদস্য আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এমকে বাঙ্গালী বলেন,“ বঙ্গবন্ধুকে আমরা খুব কাছ থেকে দেখেছি। আমাদের সাথে তাঁর অনেক স্মৃতি রয়েছে। আমরা বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত পলাতক আসামীদের গ্রেফতার করে শাস্তি কার্যকর করার জোর দাবি জানাচ্ছি।

বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন,“ শ্রমিকদের অধিকার আদায়ে বঙ্গবন্ধু ছিলেন অত্যন্ত সোচ্চার। আমরা অনেকবার তাঁর কাছে গিয়েছি। তিনি শ্রমিকদের কাছে ডেকে তাদের দাবি শুনতেন। দাবি পূরনে দ্রুত ব্যবস্থা নিতেন। কিন্তু ঘাতকেরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করেছে। এ শোক কখনো ভুলার নয়।

আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের জন্য মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/১৫আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর