thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

কাবুল বিমানবন্দরে কাজে ফিরলেন ১২ নারী

২০২১ সেপ্টেম্বর ১২ ১৮:৫৩:৪৮
কাবুল বিমানবন্দরে কাজে ফিরলেন ১২ নারী

দ্য রিপোর্ট ডেস্ক: আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে কাজে ফিরেছেন ১২ নারী। রোববার বার্তা সংস্থা এএফপি তথ্য জানিয়েছে।

গত ১৫ আগস্ট আফগানিস্তানে রাজধানী কাবুল দখল করে তালেবান। ওই সময় নতুন শাসক গোষ্ঠী জানিয়েছিল, কর্মস্থলের নিরাপত্তা পরিবেশ ফিরে না আসা পর্যন্ত নারীরা যেন ঘরে অবস্থান করে। পরিস্থিতি অনুকূল হলে তাদেরকে কর্মস্থলে ফেরার নির্দেশ দেওয়া হবে। গত সপ্তাহে তালেবান বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিয়েছে। এতে নারীদের জন্য পৃথক বসার স্থান করে দিয়েছে এবং শ্রেণিকক্ষে পুরুষ শিক্ষার্থী ও তাদের মাঝে পর্দা টানিয়ে দেওয়া হয়েছে।

রাবেয়া নামে বিমানবন্দরের এক কর্মী বলেছেন, ‘আমি বাড়িতে দুশ্চিন্তা করছিলাম...অনেক খারাপ অনুভব করছিলাম। এখন অনেক ভালো বোধ করছি।’

তালেবানের দখলের আগে কাবুল বিমানবন্দরে ৮০ জনের বেশি নারী কাজ করতেন। রোববার পর্যন্ত সেখানে ১২ জন নারী কাজে ফিরেছেন।

কাদসিয়া জামাল নামে আরেক নারী বলেছেনম ‘আমাকে নিয়ে আমার পরিবারের লোকজন ভয় পেয়েছিল...তারা আমাকে ফিরতে নিষেধ করেছিল...কিন্তু আমি এখন খুশি, নিশ্চিন্ত...এখনও কোনো সমস্যা হয়নি।’

(দ্য রিপোর্ট/আরজেড/১২ সেপ্টেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর