thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

কাবুলে হোটেল নিয়ে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

২০২১ অক্টোবর ১১ ১৬:০৯:১১
কাবুলে হোটেল নিয়ে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

দ্য ‍রিপোর্ট ডেস্ক: যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের নিজ নিজ নাগরিকদের আফগানিস্তানের রাজধানী কাবুলের হোটেল এড়িয়ে চলতে সোমবার সতর্ক করেছে। আফগানিস্তানে মসজিদে আইএসের হামলায় বেশ কিছু লোক হতাহত হওয়ার কয়েক দিনের মধ্যে নাগরিকদের সতর্ক করল দেশ দুটি।

তালেবান আগস্ট মাসে ক্ষমতা নেওয়ার পর আফগানিস্তানকে ইসলামিক আমিরাত ঘোষণা করে। তারা আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া এবং মানবিক বিপর্যয় এড়ানো ও অর্থনৈতিক সংকট কমানোর চেষ্টা করছে। কিন্তু তালেবানকে আই এসের আফগানিস্তান শাখার নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।

নিরাপত্তা হুমকির কথা উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর আমেরিকান নাগরিকদের অবিলম্বে সেরেনা হোটেল ও এর আশপাশ থেকে সরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

এদিকে ব্রিটেনের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন অফিস নাগরিকদের সতর্ক করে বলছে, ক্রমবর্ধমান হুমকির প্রেক্ষিতে বিশেষ করে কাবুলের সেরেনার মতো হোটেলসমূহ এড়িয়ে চলতে হবে।

তালেবানের আফগানিস্তান নিয়ন্ত্রণে নেয়ার পর অধিকাংশ বিদেশী সে দেশ ত্যাগ করলেও কিছু সাংবাদিক ও ত্রাণকর্মী এখনো কাবুলে রয়ে গেছে।

উল্লেখ্য, ব্যবসায়ী ভ্রমণকারী ও বিদেশি মেহমানদের কাছে সেরেনা হোটেলটি খুবই জনপ্রিয়। এর আগে এটি দুবার তালেবানের হামলার শিকার হয়েছিল।

(দ্য রিপোর্ট/আরজেড/১১ অক্টোবর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর