thereport24.com
ঢাকা, শনিবার, ৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১ জিলহজ ১৪৪৫

বাংলাদেশের লক্ষ্য ১৭৮

২০২১ অক্টোবর ১৪ ১৫:০২:৩৭
বাংলাদেশের লক্ষ্য ১৭৮

দ্য ‍রিপোর্ট ডেস্ক: সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জিততে বাংলাদেশের সামনে টার্গেট ১৭৮। আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৫০ বলে ৮৮ রান আসে গ্যারেথ ডেলানির ব্যাট থেকে। ডেলানির ইনিংসটি সাজানো ছিলো ৮ ছক্কা ও ৩ চারে। এ ছাড়া হ্যারি টেক্টর করেন ২৩ রান।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) আবুধাবিতে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে আইরিশরা। পাওয়ার প্লের প্রথম ৬ ওভার বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছে দুই ওপেনার পল স্টার্লিং ও অ্যান্ড্রু বালবর্নি।

ম্যাচের চতুর্থ ওভারে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের বলে বোল্ড হয়ে স্টার্লিং ফিরলেও উইকেটে ছিলেন বালবর্নি। তবে বেশিক্ষণ থিতু হতে পারেননি তিনি। তাসকিনের বলে বোল্ড হয়ে ড্রেসিংরুমের পথে হাঁটেন আইরিশ এ ওপেনার। এরপর তাসকিনের দ্বিতীয় শিকার হয়ে ৯ রান করে মাঠ ছাড়েন জর্জ ডকরেল।

বল হাতে ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন তাসকিন। এছাড়া নাসুম নেন একটি উইকেট।

আইসিসির টেলিভিশন প্রোডাকশন না থাকায় এ ম্যাচটিও দেখা যাবে না কোন টেলিভিশন চ্যানেলে।

এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার কাছে ৪ উইকেটে হারে বাংলাদেশ। তার আগে ওমান 'এ' দলের বিপক্ষে আনঅফিসিয়াল প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় পায় টাইগাররা।

বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম , আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪ অক্টোবর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর