thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

করোনা: বিশ্বে ২৪ ঘণ্টায় আরও সাড়ে ৮ হাজার প্রাণহানি

২০২১ অক্টোবর ২৯ ০৯:৫০:৪৪
করোনা: বিশ্বে ২৪ ঘণ্টায় আরও সাড়ে ৮ হাজার প্রাণহানি

দ্য রিপোর্ট ডেস্ক: মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে গেলো ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও সাড়ে আট হাজার জন। এ সময়ে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৯৪ হাজার ২৩৩ জন।

শুক্রবার (২৯ অক্টোবর) পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এই ভাইরাসে বিশ্বে এখন পর্যন্ত ৪৯ লাখ ৯৬ হাজার ৩৩৭ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছেন ২৪ কোটি ৬২ লাখ ৬২ হাজার ৯১৯ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত চার কোটি ৬৬ লাখ ৮৫ হাজার ১৪৫ জন ও মোট মৃত্যু দাঁড়িয়েছে সাত লাখ ৬৩ হাজার ৭৮৪ জনে।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন তিন কোটি ৪২ লাখ ৪৫ হাজার ৫৩০ জন। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৫৭ হাজার ২২১ জন।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৯ অক্টোবর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর