thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী সুব্রত মুখার্জি মারা গেছেন

২০২১ নভেম্বর ০৫ ১০:৪৮:১৬
পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী সুব্রত মুখার্জি মারা গেছেন

দ্য রিপোর্ট ডেস্ক: পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী ও বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা সুব্রত মুখার্জী মারা গেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ( ৪ নভেম্বর) রাত ৯টা ২২ মিনিটে চিকিৎসাধীন অবস্থা তিনি মারা যান। এ সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী।

জানা গেছে, গত কয়েকদিন ধরে তিনি অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন।

আজ (শুক্রবার, ৫ নভেম্বর) কেওড়াতলা মহাশ্মশানে সুব্রত মুখার্জীর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এর আগে সকাল ১০টা নাগাদ রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হবে তার মরদেহ। সেখানে শেষ শ্রদ্ধা জানানো হবে। তারপর দুপুর ২টা নাগাদ কলকাতার প্রাক্তন মেয়রের বালিগঞ্জের বাড়িতে নিয়ে যাওয়া হবে সুব্রত মুখার্জীর মরদেহ। সেখান থেকে একডালিয়া এভারগ্রিন হয়ে প্রয়াত মন্ত্রীর মরদেহ নিয়ে যাওয়া হবে কেওড়াতলা শ্মশানে।

সুব্রত মুখার্জী দল মত নির্বিশেষে পশ্চিমবঙ্গের মানুষের জন্য কাজ করে গেছেন। তিনি কলকাতা কর্পোরেশনের মেয়র থাকাকালিন ব্যাপক উন্নয়ন ঘটিয়েছেন। তিনি শুধু রাজনীতিক ছিলেন তা নয়, তিনি খুব ভালো অভিনয়ও করতেন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৫ নভেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর