thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

বিহারে মদপানে ২৪ জনের মৃত্যু, চিকিৎসাধীন আরো ২০

২০২১ নভেম্বর ০৫ ১৫:৪১:১৮
বিহারে মদপানে ২৪ জনের মৃত্যু, চিকিৎসাধীন আরো ২০

দ্য রিপোর্ট ডেস্ক: বিষাক্ত চোলাই মদপানে ভারতের বিহার রাজ্যে কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ নভেম্বর) স্থানীয় গণমাধ্যম জানায়, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো ২০ জন। বিষাক্ত মদপানে রাজ্যটিতে গত দশ মাসে মারা গেছে প্রায় ৭০ জন।

দীপাবলি উপলক্ষ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতেই বুধবার থেকে রাজ্যটিতে বন্ধ রাখা হয় মদের ক্রয়বিক্রয়। তবুও, গোপনে চোলাই এবং ভেজাল মদ কেনেন অনেকে। রাজ্যটির গোপালগঞ্জ এলাকাতেই প্রাণ হারান ১৬ জন।

এদিকে, চাম্পারান এলাকায় মদপানে আরো ৮ জন মারা গেছেন। বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে মামলা করেছে স্থানীয় পুলিশ। তবে, প্রশাসনের তরফ থেকে এখনো মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানানো হয়নি।

উল্লেখ্য, গেল ১০ দিনে তৃতীয়বারের মতো বিষাক্ত মদপানে প্রাণহানির তথ্য লিপিবদ্ধ হলো বিহারে। জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত রাজ্যটিতে মারা গেছেন কমপক্ষে ৭০ জন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৫ নভেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর