thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

মার্ক জাকারবার্গসহ ৫ জনকে লিগ্যাল নোটিশ

২০২১ নভেম্বর ১৮ ১৫:৪৫:৪৩
মার্ক জাকারবার্গসহ ৫ জনকে লিগ্যাল নোটিশ

দ্য রিপোর্ট প্রতিবেদক: আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী ফেসবুক পরিচালনার জন্য সংস্থাটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গসহ ৫ জনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে ফেসবুকে বিদ্বেষমূলক ও হিংসাত্মক কনটেন্ট প্রচার নিয়ন্ত্রণ করতে সরকারকে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার সাংবাদিক সেলিম সামাদসহ চার ব্যক্তির পক্ষে ব্যারিস্টার তাপস কান্তি বল এ নোটিশ পাঠান।

রেজিস্ট্রি ডাকযোগে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরটি) চেয়ারম্যান, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র (জননিরাপত্তা) সচিব, ডিজিটাল নিরাপত্তা সংস্থার মহাপরিচালক ও ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে ফেসবুকের অপব্যবহার রোধে আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী পরিচালনা করতে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। আগামী তিন দিনের ব্যবস্থা গ্রহণ না করা হলে হাইকোর্টে রিট করা হবে বলে জানান আইনজীবী।

(দ্য রিপোর্ট/আরজেড/১৮ নভেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর