thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

‘স্কুলে হিজাব নিষিদ্ধ করা একটি মুসলিম দেশে চরম ধৃষ্টতা’

২০২১ ডিসেম্বর ২১ ১৭:৫৬:০৫
‘স্কুলে হিজাব নিষিদ্ধ করা একটি মুসলিম দেশে চরম ধৃষ্টতা’

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর পুরান ঢাকার লক্ষ্মীবাজারের সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজে মুসলিম শিক্ষিকাদের হিজাব ব্যবহার না করতে নোটিশ দিয়েছেন কর্তৃপক্ষ। তাদের শ্রেণিকক্ষে এবং প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠানে হিজাব না পরতে বলা হয়েছে। এ ঘটনায় সোমবার, ২০ ডিসেম্বর গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন ইসলামিক দলের নেতৃবৃন্দ।

আলাদা আলাদা বিবৃতিতে ইসলামিক দলগুলো বলেন, বাংলাদেশের মতো ৯৫ ভাগ মুসলমানের দেশে নারীদেরকে তাদের ধর্মীয় পোশাক হিজাব পরাকে নিষিদ্ধ করে গ্রেগরি স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ধর্মীয় অনুভূতিতে আঘাত ও দেশের সংবিধান লঙ্ঘন করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের অন্যায় নিষেধাজ্ঞা জারি করা একটি মুসলিম দেশে চরম ধৃষ্টতা। কর্তৃপক্ষকে অবিলম্বে স্কুলে নোটিশ বাতিল করে হিজাব নিষিদ্ধকরণের জন্য ক্ষমা চাইতে হবে। অন্যথায় প্রতিষ্ঠানটির মুসলিম শিক্ষার্থী ও শিক্ষকসহ দেশের তাওহিদী জনতা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলনে নামতে বাধ্য হবে।

বিষয়টি নিয়ে এক বৈঠকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ আরো বলেন, হিজাব পরা পত্যেক মুসলিম নারীর ধর্মীয় ও নাগরিক অধিকার। কারো ধর্মীয় পোশাককে অবজ্ঞা বা নিষিদ্ধ করার অধিকার কারো নেই। মুসলিম সংখ্যাঘরিষ্ট বাংলাদেশের প্রত্যেক প্রতিষ্ঠানকে ধর্মীয় মূল্যবোধ রক্ষা করেই চলতে হবে। অন্যথায় মুসলিম পরিবারের সন্তানগণ এধরনের ইসলাম বিদ্বেষী স্কুল- কলেজে অধ্যায়ন ও অধ্যাপনা থেকে বিরত থাকতে বাধ্য হবে।

অপরদিকে সেন্ট গ্রেগরি স্কুল এর ভিনধর্মী প্রিন্সিপাল ব্রাদার প্রদীপ প্লাসিড গোমেজ মুসলিম ধর্মাবলম্বী শিক্ষিকাগণের হিজাব পরিধান এর উপর নিষেধাজ্ঞার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা সারওয়ার কামাল আজিজি ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

নেজামে ইসলাম পার্টির পক্ষ থেকে এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, হিজাব পরিধান করা মুসলিম নারীর ধর্মীয় আবশ্যিক বিধান এবং এটা রাষ্ট্রীয় নাগরিক অধিকার। এটা নিষিদ্ধ করার কোন এখতিয়ার তথাকথিত এই প্রিন্সিপালের নেই। সে একই সাথে ধর্মীয় ও রাষ্ট্রীয় আইনে অপরাধী, এতবড় দুঃসাহস সে পেলো কোথায়? নেতৃবৃন্দ অনতিবিলম্বে এই ধর্মবিদ্বেষী প্রিন্সিপালকে বহিষ্কার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে নইলে বিক্ষুব্ধ জনতা ফুসে উঠলে সরকার তার দায় এড়াতে পারবে না।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২১ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর