thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

বিবাহ বিচ্ছেদ: গুনতে হবে ৫৬৮০ কোটি টাকা!

২০২১ ডিসেম্বর ২৩ ১৭:৩৫:৫৫
বিবাহ বিচ্ছেদ: গুনতে হবে ৫৬৮০ কোটি টাকা!

দ্য রিপোর্ট ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের (দুবাই) প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাখতুম-এর সংগে প্রিন্সেস হায়া বিনতে আল-হুসেইনের বিবাহ বিচ্ছেদ মামলার রায় ঘোষণা করেছেন ব্রিটিশ হাইকোর্ট।

রায়ে সাবেক স্ত্রী ও দুই সন্তানের ভরণপোষণের জন্য আমিরাতি প্রধানমন্ত্রীকে ৫০ কোটি পাউন্ড পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ পাঁচ হাজার ৬৮০ কোটির টাকার বেশি। যুক্তরাজ্যের ইতিহাসে এটিই সবচেয়ে বড় বিচ্ছেদ মামলা।

জর্ডানের সাবেক রাজা হুসেইন-এর কন্যা ৪৭ বছর বয়সী প্রিন্সেস হায়াকে এককালীন ২৫ কোটি ১৫ লাখ পাউণ্ড দিতে বলেছে হাইকোর্ট। প্রিন্সেস হায়া ২০০৪-এ শেখ মোহাম্মদকে বিয়ে করেন। হায়া শেখ মোহাম্মদের ষষ্ঠ এবং কনিষ্ঠতম স্ত্রী।

আদালত রায়ে, দুবাইয়ের এই প্রিন্সেস হায়ার দুই সন্তানের প্রত্যেককে প্রতিবছর ৫৬ লাখ পাউণ্ড দিতে হবে, এবং তা ২৯ কোটি পাউণ্ডের একটি গ্যারান্টি দিয়ে সুরক্ষিত করা থাকবে। এই দুই সন্তানের মধ্যে এক কন্যার বয়স ১৪ বছর এবং পুত্রের বয়স নয় বছর।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৩ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর