thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

নতুন বছরকে সবার আগে স্বাগত জানাল নিউজিল্যান্ড

২০২১ ডিসেম্বর ৩১ ২০:৪৪:৩৪
নতুন বছরকে সবার আগে স্বাগত জানাল নিউজিল্যান্ড

দ্য রিপোর্ট ডেস্ক: গ্রেগোরিয়ান পঞ্জিকার নতুন বর্ষকে সবার আগে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর। আকাশে ফুলে মতো আতশবাজি ফুটিয়ে লোকজনকে নতুন বছরকে উদযাপন করতে দেখা গেছে।

মহামারিতে মানুষের চলাফেরা সীমিত হয়ে এসেছে। এতে হতাশা কাজ করলেও নতুন বছরকে ঘিরে আশার আলো দেখছেন তারা। করোনাভাইরাস প্রতিরোধে কঠোর লকডাউনের মধ্য দিয়ে মানুষকে দিন যাপন করতে হচ্ছে। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে অতিসংক্রামক ওমিক্রন ভাইরাসও ছড়িয়ে পড়েছে।

এমন নানা খারাপ খবরের মধ্যেও মানুষকে আনন্দ নিয়ে বেঁচে থাকতে হচ্ছে। নতুন বছরে তারা ভালো কিছুই প্রত্যাশা করছেন। সবার প্রত্যাশা, মহামারির ধকল কাটিয়ে আবার তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

অকল্যান্ডের পুরো শহরজুড়ে আকাশে উজ্জ্বল আলোর ঝলকানি। সেখানকার হারবার ব্রিজ, স্কাই টাওয়ার ও যুদ্ধ যাদুঘর যেন আলো দিয়ে সাজানো হয়েছে। রাতের অন্ধকার তাড়িয়ে দিয়ে পুরো শহর উৎসবে মেতে ওঠেছে।

করোনা মহামারির কারণে শহরের ঐতিহ্যবাহী আতশবাজি প্রদর্শনী বাতিল করা হয়েছে। কারণ লোকজন আতশবাজি দেখতে ভিড় জমালে ভাইরাস ছড়ানোর শঙ্কা রয়েছে।

স্থানীয় সময় রাত সাড়ে ১০টার সময় অকল্যান্ড ভিয়াডাক্টে লোকজনকে জড়ো হতে দেখা গেছে। তারা সেখানে নতুন বছরের কাউন্টডাউনের জন্য অপেক্ষা করছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/ ৩১ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর