thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

ভুলে করে গ্রাহকদের অ্যাকাউন্টে ১৫০০ কোটি টাকা!

২০২২ জানুয়ারি ০১ ১৬:৩১:০৪
ভুলে করে গ্রাহকদের অ্যাকাউন্টে ১৫০০ কোটি টাকা!

দ্য রিপোর্ট ডেস্ক: বড়দিনের উপহার হিসেবে দুই হাজার গ্রাহকের অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠিয়েছিল লন্ডনের স্যানট্যান্ডার ব্যাংক। কিন্তু প্রযুক্তিগত ক্রুটির কারণে ওই গ্রাহকদের অ্যাকাউন্টে চলে যায় প্রায় ১৭৫ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ১৫০০ কোটি টাকারও বেশি।

২৫ ডিসেম্বর বড়দিনের উপহার উপলক্ষে দু’হাজার গ্রাহকের অ্যাকাউন্টে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠানো হয়েছিল বলে জানায় এএফপি। কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে ওই গ্রাহকদের অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা চলে যায়।

এএফপি জানায়, বিপুল পরিমাণ টাকা উদ্ধারে হিমসিম খাচ্ছে ব্যাংকটি।

বাড়তি টাকা গ্রাহকরা ফেরত দিতে চাইছেন না বলে দাবি করেছেন ব্যাংক কর্তৃপক্ষ। অর্থ পুনরুদ্ধারের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়ার কথা বলেছে ব্যাংকটি।

ব্রিটেনের আইন অনুযায়ী, যদি কোনও গ্রাহকের অ্যাকাউন্টে ভুলবশত টাকা চলে যায়, তাহলে সে ব্যাংক সে অর্থ ফেরত নিতে পারে। গ্রাহক যদি সেই টাকা দিতে অস্বীকার করেন তা হলে তাঁর ১০ বছর কারাদণ্ডের বিধানও রয়েছে।

ব্রিটেনে স্যানট্যান্ডার ব্যাংকের প্রায় এক কোটি ৪০ লক্ষ গ্রাহক আছে। বিভিন্ন জায়গায় এর ৬১৬টি শাখা আছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০১ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর