thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

ইয়েমেনে সৌদি বাহিনীর সঙ্গে হুতিদের সংঘর্ষে নিহত ৩৭

২০২২ জানুয়ারি ০২ ১৬:১৪:১৬
ইয়েমেনে সৌদি বাহিনীর সঙ্গে হুতিদের সংঘর্ষে নিহত ৩৭

দ্য রিপোর্ট ডেস্ক: ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশে ইরানের সমর্থনপুষ্ট হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটবাহিনীর সংঘর্ষে বিদ্রোহীদের ৩৭ জন নিহত হয়েছেন। ১ জানুয়ারি, শনিবার সেনাবাহিনীর একজন কর্মকর্তা বার্তা সংস্থা সিনহুয়াকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরকারনিয়ন্ত্রিত দক্ষিণ মারিবের আল-বালাক আল-শারকি এলাকায় এ সংঘর্ষ সংঘটিত হয়েছিল। এ সময় মিলিশিয়াদের বেশ কয়েকটি ঘাঁটি দখল করে নিয়েছেন সরকার বাহিনী।

অপরদিকে সৌদি টিভি আল-আরাবিয়া বলছে, সৌদি নেতৃত্বাধীন আরব জোট ইয়েমেনি সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে ২৩টি বিমান হামলায় চালিয়ে ১৬০ হুতি বিদ্রোহীকে হত্যা করেছে এবং দক্ষিণ মারিব ফ্রন্টলাইনে ১৭টি গাড়ি ধ্বংস করেছে।

গত বছরের ফেব্রুয়ারিতে ইরান সমর্থিত হুতি মিলিশিয়া কৌশলগত তেলসমৃদ্ধ প্রদেশটি দখল করতে সৌদি-সমর্থিত ইয়েমেনের সরকারি সেনাবাহিনীর বিরুদ্ধে একটি বড় আক্রমণ শুরু করে। দীর্ঘদিন ধরে দেশটিতে হুতিদের সাথে সৌদি সমর্থিত সরকারি বাহিনীর গৃহযুদ্ধ বিদ্যমান।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০২ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর