thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

কক্সবাজারে ‘সংঘবদ্ধ’ ধর্ষণ : রিমান্ডে আশিক

২০২২ জানুয়ারি ০৪ ১৪:১৪:৫৮
কক্সবাজারে ‘সংঘবদ্ধ’ ধর্ষণ : রিমান্ডে আশিক

দ্য রিপোর্ট প্রতিবেদক: কক্সবাজারে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় প্রধান আসামি আশিকুল ইসলামকে তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার শুনানি শেষে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবুল মনসুর ছিদ্দিকী আসামিকে রিমান্ডে পাঠান।

এর আগে তাকে সাত দিন রিমান্ডে নিতে আবেদন করেছিল পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা টুরিস্ট পুলিশের পরিদর্শক রুহুল আমিন।

তিনি বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় আশিককে এজলাসে তোলা হয়। শুনানি শেষে বিচারক তাকে তিন দিনের রিমান্ডে পাঠায়।

এর আগে ঢাকা থেকে তাকে কক্সবাজার করাগারে পাঠানো হয় আসামি আশিককে।

গত ২২ ডিসেম্বর কক্সবাজারে স্বামী ও সন্তানকে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এরপর এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। এ ঘটনায় ওই নারীর স্বামী চারজনের নাম উল্লেখ ও তিনজনকে অজ্ঞাত আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন। এ মামলায় সব আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মামলায় নাম উল্লেখ করা চার আসামি হলেন কক্সবাজার শহরের মধ্যম বাহারছড়া এলাকার আশিকুল ইসলাম, মোহাম্মদ শফি ওরফে ইসরাফিল হুদা জয় ওরফে জয়া, মেহেদী হাসান বাবু ও জিয়া গেস্ট ইন হোটেলের ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৪ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর