thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

হিমেলের পরিবার পেয়েছে ৫ লাখ টাকা : রাবি ভিসি

২০২২ ফেব্রুয়ারি ০২ ১৬:২২:০১
হিমেলের পরিবার পেয়েছে ৫ লাখ টাকা : রাবি ভিসি

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র মাহবুব হাবিব হিমেলের পরিবারকে পাঁচ লাখ টাকা হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিহত হিমেলের মায়ের ব্যাংক হিসাবে পাঁচ লাখ টাকা হস্তান্তর করা হয়েছে। হিমেলের মায়ের আজীবন চিকিৎসা খরচসহ ভুক্তভোগী পরিবারকে ধাপে ধাপে আরও সহযোগিতা করা হবে। এ ছাড়া আহত দুই ছাত্রের চিকিৎসার সব খরচও বিশ্ববিদ্যালয় দেবে বলে জানান রাবি ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

এ সময় তিনি ট্রাকচাপায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র মাহবুব হাবিব হিমেল নিহতের ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেওয়ারও আশ্বাস দেন। পরে ক্যাম্পাসে হিমেলের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মাঠে ওই ছাত্রের প্রথম জানাজার আগে দাবি মানার এই আশ্বাস দেন ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, অধ্যাপক মো. সুলতান উল ইসলাম ও নিহত হিমেলের মামা মো. মুন্না।

পরে হিমেলের লাশ শেরপুরে তার বাবার কবরের পাশে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়।

মঙ্গলবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের পাশে ট্রাকচাপায় নিহত হন শিক্ষার্থী মাহবুব হাবিব হিমেল। এ ঘটনায় রাতেই বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি ট্রাকে আগুন দেন হিমেলের সহপাঠীরা। একই সঙ্গে এ হত্যাকাণ্ডের বিচারের দাবি তুলে আন্দোলনে নামে তারা। রাতভর অবরোধ করে রাখে ঢাকা-রাজশাহী মহাসড়ক।

রাতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দাবি করেন, ক্যাম্পাসে হিমেলের জানাজার আগেই ক্ষতিপূরণ হিসেবে তার পরিবারকে ১০ কোটি টাকার চেক দিতে হবে। অন্যথায় ক্যাম্পাস থেকে মরদেহ নিয়ে বের হতে দেওয়া হবে না।

(দ্য রিপোর্ট/আরজেড/০২ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর