thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

পূর্ব ইউক্রেনে সেনা পাঠানোর নির্দেশ পুতিনের

২০২২ ফেব্রুয়ারি ২২ ১০:৪১:৪৬
পূর্ব ইউক্রেনে সেনা পাঠানোর নির্দেশ পুতিনের

দ্য রিপোর্ট ডেস্ক: ইউক্রেনের পূর্বাঞ্চলে মস্কো সমর্থিত বিদ্রোহীদের দখলে থাকা দোনেৎস্ক ও লুহানস্কে 'শান্তি রক্ষার জন্য' সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এর আগে তিনি ইউক্রেন থেকে আলাদা হতে চাওয়া ওই অঞ্চল ২টিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

গতকাল এক দীর্ঘ টেলিভিশন ভাষণে পুতিন বলেন, ইউক্রেন রাশিয়ার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। পূর্ব ইউক্রেনকে প্রাচীন রাশিয়ার ভূমি ছিল বলেও মন্তব্য করেন তিনি।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা যায়, মস্কো সমর্থিত বিদ্রোহী নেতাদের সঙ্গে নিয়ে পুতিন স্ব-ঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতিপত্রে সই করছেন।

সেসময় তিনি সেই অঞ্চল ২টির সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতার চুক্তি করেন।

দীর্ঘ ভাষণে পুতিন ওই অঞ্চলের ইতিহাস তুলে ধরেন। অটোমান সাম্রাজ্য থেকে শুরু করে ন্যাটোর পূর্ব ইউরোপে সম্প্রসারণ নিয়ে সৃষ্ট সাম্প্রতিক উত্তেজনা নিয়েও কথা বলেন তিনি।

পুতিন বলেন, ‘আমি মনে করি একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। যে সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া উচিত ছিল। তা হলো অবিলম্বে দোনেৎস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিক-এর স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বীকৃতি দেওয়া।’

পুতিন আরও বলেন, ইউক্রেন যদি ন্যাটোতে যোগ দেয় তাহলে সেটা রাশিয়ার নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়াবে।

(দ্য রিপোর্ট/আরজেড/২২ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর