thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

বিশ্ববাজারে তেলের দাম ৭ বছরে সর্বোচ্চ

২০২২ ফেব্রুয়ারি ২২ ১৯:০৩:০১
বিশ্ববাজারে তেলের দাম ৭ বছরে সর্বোচ্চ

দ্য রিপোর্ট ডেস্ক: রাশিয়া এবং ইউক্রেন সংকটে ধাক্কা এসেছে বিশ্ববাজারে তেলের দামে। ইউক্রেন-রাশিয়া উত্তেজনার মধ্যে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে সংকট তৈরির শঙ্কায় অপরিশোধিত জ্বালানি তেলের দাম সাত বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে গেছে।

বিবিসি জানিয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত দুই অঞ্চলকে রাশিয়া ‘স্বাধীন’ রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়ে সেখানে সেনা পাঠানোর পর মঙ্গলবার ফিউচার মার্কেটে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রায় ৯৮ মার্কিন ডলারে পৌঁছায়, যা সাত বছরের সর্বোচ্চ।

সৌদি আরবের পর সবচেয়ে বেশি জ্বালানি তেল রপ্তানি করে রাশিয়া। সেইসঙ্গে বিশ্বে সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস রাশিয়াতেই উত্তোলন করা হয়। আর ওই গাসের ওপর ইউরোপ অনেকটা নির্ভরশীল।

এখন রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের অবরোধ বা নিষেধাজ্ঞা আরোপ হলে তেল ও গ্যাস সরবরাহের ওপরও তার প্রভাব পড়বে।

সুইজারল্যান্ডভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান ভাইটল’র প্রধান নির্বাহী রাসেল হার্ডি অয়েল প্রাইজ ডট কমকে বলেছেন, ‘তেলের দাম ১০০ ডলারে পৌঁছাতে পারে।’ এই দাম অনেক দিন থাকতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/২২ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর