thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১,  ১৭ জমাদিউল আউয়াল 1446

মেয়েকে নিয়ে বইমেলায় মিথিলা

২০২২ মার্চ ০৫ ১৯:২১:৫৩
মেয়েকে নিয়ে বইমেলায় মিথিলা

দ্য রিপোর্ট ডেস্ক: অমর একুশে গ্রন্থমেলায় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার ‘আইরা আর মায়ের অভিযান’ সিরিজের নতুন বই ‘আফ্রিকায় সিংহের খোঁজে’ প্রকাশিত হয়েছে।

শনিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় তিনি একমাত্র মেয়েকে নিয়ে মেলায় গিয়ে বইটির মোড়ক উন্মোচন করেন তিনি।

মিথিলা বলেন, ‘আফ্রিকার ওই সাফারি পার্কের সবচেয়ে আকর্ষণীয় ও দুর্লভ বিষয় সিংহ। পার্কে গেলেও সিংহকে সবাই দেখার সুযোগ পায় না। আমি আর আমার মেয়ে আইরা সে দুর্লভ সিংহ মামাকে খুঁজে বের করেছি। এগুলো খুঁজে বের করতে গিয়ে আমরা অনেক পথশিশু দেখতে পেয়েছি। ভ্রমণের অনেক অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতায় নিয়েই বই লিখেছি। চার থেকে আট বছরের শিশুরা এ গল্পটি পড়লে বা শুনলে দারুণ রোমাঞ্চ অনুভব করবে।

অ্যাডভেঞ্চার ঘরানার শিশুতোষ এ বইটি প্রকাশ করছে লাইট অব হোপ। ১৯৫ স্টল নম্বর থেকে বইটি সংগ্রহ করতে পারবেন ক্রেতারা। গত বইমেলায় মিথিলা প্রকাশ করেন ভ্রমণবিষয়ক বই ‘আইরা আর মায়ের অভিযান : তানজানিয়ার দ্বীপে’। সেই বইটিতে মিথিলা তুলে ধরেন তানজানিয়ার দ্বীপে ঘুরে বেড়ানোর গল্প।

এদিকে মিথিলা আগামীকাল তার শুটিংয়ের কাজে কলকাতা উড়াল দেবেন বলে জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৫ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর