thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

মহিব উল্লাহ হত্যা: আরসার ওলামা শাখার প্রধান জাকারিয়া গ্রেপ্তার

২০২২ মার্চ ০৬ ১৭:৩৭:২৮
মহিব উল্লাহ হত্যা: আরসার ওলামা শাখার প্রধান জাকারিয়া গ্রেপ্তার

দ্য রিপোর্ট প্রতিবেদক: রোহিঙ্গা নেতা মহিব উল্লাহ হত্যাকাণ্ডের ‘ফতোয়াদাতা’ এবং কথিত আরসার ওলামা শাখার প্রধান কমান্ডার মওলানা জাকারিয়াকে (৫৫) গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। জাকারিয়া উখিয়ার লম্বাশিয়া ক্যাম্প-১ ইস্ট এর ব্লক ডি/৮ এর বাসিন্দা আবদুল করিমের ছেলে।

আজ রবিবার (৬ মার্চ) সকালে রোহিঙ্গা জাকারিয়াকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক।

এসপি নাইমুল জানান, জাকারিয়া ২০১৫ সালে মিয়ানমার থেকে বাংলাদেশে আসেন।

পরে তিনি আবারো মিয়ানমারে ফিরে যান। ২০১৭ সালে রোহিঙ্গা ঢলের সময় তিনি বাংলাদেশে এসে কুতুপালং লম্বাশিয়া এলাকায় অবস্থান করতে শুরু করেন। ২০১৯ সালে তিনি ফতোয়া বিভাগের দায়িত্ব পান। ২০২০ সাল থেকে তিনি আরসার কুতুপালং ক্যাম্প এলাকার ওলামা শাখার প্রধান কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

তিনি আরো জানান, রোহিঙ্গা নেতা মহিব উল্লাহর সঙ্গে জাকারিয়ার বিরোধ ছিল। মহিব উল্লাহ হত্যাকাণ্ডের পর ক্যাম্প এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালিত হলে জাকারিয়া আত্মগোপনে চলে যান। ৪ মাস প্রচেষ্টার পর ১৪ এপিবিএনের লম্বাশিয়া ক্যাম্প পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতিকারীদের মদদদাতাদের শীর্ষ পরামর্শক হিসেবে বিবেচনা করা হয়। জাকারিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৬ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর