thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

সিন্ডিকেট করে পণ্য মজুত রাখলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

২০২২ মার্চ ০৯ ০৭:৫৬:২৭
সিন্ডিকেট করে পণ্য মজুত রাখলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: নিত্যপণ্যের দাম বাড়ানোয় জড়িত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চলছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণেই বিশ্বে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, যুদ্ধের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। কিন্তু কোনো ব্যবসায়ী যদি সিন্ডিকেট করে পণ্য মজুত করে রাখে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার।

নারী দিবসের অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, গত ১৩ বছরে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন হয়েছে। তুরস্কের চেয়ে আমাদের দেশের নারীরা কোনো অংশ পিছিয়ে নেই। বাংলাদেশে নারী সচিব, ডিসি, এসপি, রাজনীতিবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার- সব কর্মক্ষেত্রেই তারা আছেন। শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন হয়েছে তা পৃথিবীতে একটা উদাহরণ। নারীর উন্নয়ন অগ্রগতির মধ্যেই দেশের উন্নয়ন হয়। নারীদের ছাড়া দেশের উন্নয়ন সম্ভব না। যে সব দেশে নারীরা পিছিয়ে সে সব দেশ উন্নয়ন-অগ্রগতিতেও পিছিয়ে। শেখ হাসিনার নেতৃত্বে নারীর উন্নয়নে এগিয়ে যাচ্ছে।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল এবং নারী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৯ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর