thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

৩০ তলা থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

২০২২ মার্চ ১০ ১০:১৫:৪৪
৩০ তলা থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক: মালয়েশিয়ায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে ৩০ তলা থেকে পড়ে মোহাম্মদ জমির (২৮) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ মার্চ) স্থানীয় সময় ৩টার দিকে মালেশিয়ার ইপু প্রদেশের শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ জামির কক্সবাজারের মহেশখালীর কুতুবজুম নয়াপাড়া গ্রামের আমান উল্লাহর ছেলে।

নিহত জামিরের বাবা আমান উল্লাহ জানান, গত তিন বছর আগে জলিল মালয়েশিয়া যান। সেখানে কুয়ালালামপুরের পাশেই ইপু প্রদেশে একটি কোম্পানিতে কাজ শুরু করেন। বুধবার সেখানে একটি নির্মাণাধীন ভবনের ৩০ তলায় শ্রমিকের কাজ করতে গিয়ে নিচে পড়ে ঘটনাস্থলেই জলিল মারা যান বলে তার সহকর্মীরা জানিয়েছেন।

নিহত জামিরের চাচা শাহাদাত জানান, তার মরদেহ দেশে আনার কাজ প্রক্রিয়াধীন। জমির এখনো বিয়ে করেনি। এবার ঈদের ছুটিতে এসে বিয়ে করার কথা ছিল।

(দ্য রিপোর্ট/আরজেড/১০ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

প্রবাস কথা এর সর্বশেষ খবর

প্রবাস কথা - এর সব খবর