thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

সয়াবিন তেল বেশি দামে বিক্রি, ৫ লাখ টাকা জরিমানা

২০২২ মার্চ ১০ ১০:২১:৫৭
সয়াবিন তেল বেশি দামে বিক্রি, ৫ লাখ টাকা জরিমানা

দ্য রিপোর্ট প্রতিবেদক: কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সয়াবিন তেল মজুত রেখে সংকট তৈরির চেষ্টা ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করার অপরাধে এক দোকান মালিককে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৯ মার্চ) বিকেলে উপজেলার ইলিয়টগঞ্জ বাজারের মেসার্স জে এম টি এন্টারপ্রাইজকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম খান এ জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম খান বলেন, গতকাল বুধবার ইলিয়টগঞ্জ বাজারে জসীম উদ্দিনের পরিচালনাধীন মেসার্স জে এম টি এন্টারপ্রাইজকে সয়াবিন তেল মজুত রাখা, বেশি দামে বিক্রি, সরকারি রাজস্ব ফাঁকি এবং কোম্পানির ডিলিং লাইসেন্স না থাকায় ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

(দ্য রিপোর্ট/আরজেড/১০ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর