thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

কঙ্গোতে ট্রেন খাদে, প্রাণ গেল ৬০ জনের

২০২২ মার্চ ১৩ ১৫:০৩:৩৫
কঙ্গোতে ট্রেন খাদে, প্রাণ গেল ৬০ জনের

দ্য রিপোর্ট ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) ট্রেন খাদে পড়ে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

রাষ্ট্রীয় রেল সংস্থা ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে রবিবার (১৩ মার্চ) এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

শনিবার বার্তাসংস্থা এএফপি’কে কঙ্গোর এসএনসিসি ট্রেন অপারেটরের পরিকাঠামোর পরিচালক মার্ক মায়োঙ্গা এনদাম্বো বলেন, ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছে অন্তত ৬১ জন। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন ৫২ জন। আহতদের উদ্ধার করা হয়েছে।

তবে প্রাদেশিক গভর্নর ফিফি মাসুকাকে উদ্ধৃত করে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ৬০ জন নিহত হয়েছে।

তিনি বলেন, ট্রেনটি মোট ১৫টি ওয়াগন নিয়ে গঠিত। এর মধ্যে ১২টি খালি ছিল। এটি প্রতিবেশী প্রদেশ লুয়েন থেকে দক্ষিণ ডিআরসির লুয়ালাবা প্রদেশের রাজধানী কোলওয়েজির কাছে খনির শহর তেনকে যাচ্ছিল।

মার্ক মায়োঙ্গা এনদাম্বো বলেন, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টা ৫০ মিনিটে কোলওয়েজি থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে বাইয়োফি নামের গ্রামের কাছে এটি লাইনচ্যুত হয়। সেখানে থাকা খাদে ১৫টি ওয়াগনের মধ্যে সাতটি পড়ে যায়।

(দ্য রিপোর্ট/আরজেড/১৩ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর