thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

চীনের কাছে সামরিক সহায়তা চেয়েছে রাশিয়া : মার্কিন কর্মকর্তা

২০২২ মার্চ ১৪ ১১:৪৫:২১
চীনের কাছে সামরিক সহায়তা চেয়েছে রাশিয়া : মার্কিন কর্মকর্তা

দ্য রিপোর্ট ডেস্ক: রাশিয়া ইউক্রেনে যুদ্ধ চালাতে চীনের কাছে ড্রোনসহ সামরিক সহায়তা চেয়েছে বলে দাবি করেছেন একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা।

সিএনএন বলছে, চীনের কাছ থেকে সামরিক সহায়তা পেলে ইউক্রেনে রাশিয়ার চলমান আগ্রাসনের ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি হবে। এতে করে রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধ হুমকির মুখে পড়তে পারে।

এদিকে সামরিক সহায়তা চেয়ে রাশিয়ার অনুরোধের বিষয়ে যুক্তরাষ্ট্রে অবস্থিত চীনা দূতাবাস বক্তব্য জানতে চেয়েছিল সিএনএন। এর পরিপ্রেক্ষিতে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেনগিউ এক বিবৃতিতে বলেছেন, ‘আমি এমন কিছু কখনও শুনিনি।’

তবে চীনা দূতাবাসের মুখপাত্র ‘ইউক্রেন পরিস্থিতির’ জন্য উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এ পরিস্থিতিকে ‘প্রকৃতপক্ষে দুশ্চিন্তার বিষয়’ বলে উল্লেখ করে বলেছেন, চীন ইউক্রেনকে মানবিক সহায়তা দিয়েছে এবং তা অব্যাহত রাখবে।

লিউ বলেন, এ মুহূর্তে যে বিষয়ে সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত তা হলো উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আর বাড়তে না দেওয়া কিংবা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে যাওয়া থেকে আটকানো। চীন সর্বোচ্চ সংযমের চর্চা করা এবং বড় ধরনের মানবিক সংকট প্রতিরোধের আহ্বান জানাচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রে রুশ দূতাবাসে এ বিষয়ে মন্তব্যের জন্য জানতে চাওয়া হলে তারা সিএনএনের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেয়নি বলে জানা গেছে।
খবর সিএনএন

(দ্য রিপোর্ট/আরজেড/১৪ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর