thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

করোনায় আক্রান্ত বারাক ওবামা

২০২২ মার্চ ১৪ ১১:৫১:৪৯
করোনায় আক্রান্ত বারাক ওবামা

দ্য রিপোর্ট ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় রবিবার পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।

করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি ওবামা নিজেই নিশ্চিত করেছেন।

এক টুইটে যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট বলেন, কয়েকদিন ধরে আমার খুসখুসে কাশি ছিল। পরীক্ষায় করোনা সংক্রমণ ধরা পড়ে। তবে আমি এখনো ভালো বোধ করছি।

টুইটে ওবামা জানান, সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাও করোনার পরীক্ষা করিয়েছিলেন। তবে তার ফলাফল নেগেটিভ এসেছে।

মার্কিনিদের করোনাভাইরাসের টিকা নিতে উৎসাহিত করে তিনি বলেন, মিশেল ও আমি টিকা নিয়েছি। বুস্টার ডোজও নিয়েছে। আপনি যদি এরইমধ্যে টিকা না নিয়ে থাকেন তবে আপনাকে টিকা নেওয়ার কথা স্মরণ করিয়ে দিচ্ছি এবং টিকা নিতে উৎসাহিত করছি। এমনকি সংক্রমণ যদি কমেও যায় তবুও টিকা নিন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর