thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

আমরা চীনের কাছে সামরিক সহায়তা চাইনি : রাশিয়া 

২০২২ মার্চ ১৪ ১৯:৪৩:০১
আমরা চীনের কাছে সামরিক সহায়তা চাইনি : রাশিয়া 

দ্য রিপোর্ট ডেস্ক: ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়া চীনের কাছে সামরিক সহায়তা চায়নি। ইউক্রেনে স্বতন্ত্রভাবে বিশেষ অভিযান চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে রাশিয়ার।

সোমবার (১৪ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

পেসকভ আরও বলেন, ইউক্রেন অপারেশনের জন্য রাশিয়ার পরিকল্পনা 'পুরোপুরি বাস্তবায়িত হবে' এবং মূল সময়সূচীর সঙ্গে মিল রেখেই।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরিকল্পনা অনুযায়ী অভিযান চলছে না বলে যুক্তরাষ্ট্র ও ইইউ-এর মন্তব্য মস্কোর নজরে এসেছে বলেও জানান তিনি।

এর আগে, ইউক্রেন যুদ্ধে সমর্থন করার জন্য রাশিয়ার সামরিক সরঞ্জাম বা অন্যান্য সহায়তা চাওয়ার বিষয়টি অস্বীকার করেছে চীন।

রোববার দুইজন মার্কিন কর্মকর্তা সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, ইউক্রেনে অযৌক্তিক হামলার জন্য রাশিয়া চীনের কাছে ড্রোনসহ সামরিক সহায়তার পাশাপাশি অর্থনৈতিক সহায়তা চেয়েছে।

সোমবার (১৪ মার্চ) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এক সংবাদ সম্মেলনে জানান, যুক্তরাষ্ট্র অযথা গুজব প্রচার করছে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন ২৭ লাখের বেশি মানুষ। এ ছাড়া যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১২ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।

এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৫৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪১ শিশু রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে।

সূত্র : বিবিসি

(দ্য রিপোর্ট/আরজেড/১৪ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর