thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

আইন লঙ্ঘন করেছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স

২০২২ মার্চ ১৫ ২১:২৩:৩৬
আইন লঙ্ঘন করেছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স

দ্য রিপোর্ট প্রতিবেদক: আইন লঙ্ঘন করেছে শেয়ারবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি দেশ জেনারেল ইন্স্যুরেন্স। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগৃহিত অর্থ টি-বন্ডে বিনিয়োগ করার কথা থাকলেও তা কোম্পানিটি শুধু ফিক্সড ডিপোজিট রেট ( এফডিআর ) করেছে। একইসঙ্গে বেশ কিছু অর্থ অনুমতি ছাড়াই কোম্পানিটি আইপিও খাতে ব্যয় করেছে।

ফলে কোম্পানিটিকে আইপিওর অর্থ ব্যবহারের বিষয়টি স্পষ্টীকরণের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে কোম্পানিটির কাছে আইপিওর অর্থ ব্যবহার সংক্রান্ত নথি চাওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে।

সম্প্রতি দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে।

গত বছরের ২৯ মার্চ আইপিও প্রক্রিয়া সম্পন্ন করার পর দেশের শেয়ারবাজারে দেশ জেনারেল ইন্স্যুরেন্সের লেনদেন শুরু করে। কোম্পানিটি প্রতিটি ১০ টাকা দরে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে শেয়ারবাজার থেকে ১৬ কেটি টাকা উত্তোলন করে। এই অর্থ সংগ্রহ করে কোম্পানিটি সরকারি ট্রেজারি বন্ড ও ফিক্সড ডিপোজিট, শেয়ারবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে বলে জানিয়েছিল।

বিএসইসির চিঠিতে বলা হয়েছে, আইপিও অর্থ ব্যবহারের বিষয়ে কোম্পানিটি গত বছর ২৯ জুলাই একটি প্রতিবেদন জমা দিয়েছে, সেখানে দেখা যায় কোম্পানি এফডিআর এ বিনিয়োগের জন্য আইপিও অর্থ ব্যবহার করেছে। তবে কোনও টি-বন্ডে বিনিয়োগ নেই, যা প্রসপেক্টাস অনুযায়ী হওয়া উচিত ছিল। এছাড়া শেয়ারবাজারে বিনিয়োগ রয়েছে এবং আইপিও খরচ বাবদ ব্যয় হয়েছে।

এদিকে প্রসপেক্টাস অনুযায়ী ৩১ লাখ ৭৯ হাজার ৭৪২ টাকা এফডিআর এবং টি-বন্ডে বিনিয়োগ করার কথা ছিল। কিন্তু যুক্তিসঙ্গত ব্যাখ্যাসহ কমিশনকে সাধারণ সভার মিটিংয়ের রেজোলিউশন না দিয়ে আইপিও খরচে ব্যবহার করা হয়েছে। বিষয়টি পাবলিক শেয়ারহোল্ডাররা অনুমোদন করেছেন যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ধারা ২সিসি এর অধীনে জারি করা সম্মতি পত্রের অংশের শর্ত নং ৬ এর লঙ্ঘন।

চিঠিতে আরো উল্লেখ করা হয়, এই চিঠি জারির সাত কার্যদিবসের মধ্যে উল্লেখিত নথিসহ কোম্পানির অবস্থান স্পষ্ট করতে বলা হলো। একইসঙ্গে এফডিআর ফর্মের অনুলিপি, ব্যাংকগুলো থেকে নিশ্চিতকরণ পত্র, এখন পর্যন্ত সেই এফডিআরের বিপরীতে কোনো লিয়েন রাখা হয়েছে কিনা, ২০২২ সালে ২৮ ফেব্রুয়ারি তারিখে ভিডিবিএলের ডিপিএ-৬ রিপোর্ট সহ সর্বশেষ পোর্টফোলিও প্রতিবেদন, পে অর্ডার/ব্যাংক ড্রাফ্ট/চেক ক্যাশ ভাউচার আইপিও খরচ সংক্রান্ত তথ্য, ২০২১ সালের ২৬ জুনে থেকে ডিসেম্বর পর্যন্ত আইপিওর ব্যাংক প্রতিবেদন এবং উল্লেখ্য বিষয়ে সাধারণ সভার মিটিং রেজুলেশনের অনুলিপি জমা দিতে বলা হয়েছে।

দেশ জেনারেল ইন্স্যুরেন্স শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ২০২১ সালে। ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটির পরিশোধিত মূলধনের পরিমান ৪০ কোটি টাকা। সে হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৪ কোটি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৬০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৪.৭২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৫.২৮ শতাংশ শেয়ার রয়েছে। সোমবার (১৪ মার্চ) কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৩৫.২০ টাকায়।

(দ্য রিপোর্ট/টিআইএম/১৫ মার্চ,২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর