thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

রুশ হামলায় খারকিভে ৫০০ জন নিহত

২০২২ মার্চ ১৬ ২০:২১:০৪
রুশ হামলায় খারকিভে ৫০০ জন নিহত

দ্য রিপোর্ট ডেস্ক: চলমান যুদ্ধ ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর খারকিভে এখন পর্যন্ত রুশ হামলায় ৫০০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগ।

বুধবার (১৬ মার্চ) এমন খবর জানিয়েছে বিবিসি।

খারকিভ ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর। গত কয়েক সপ্তাহ ধরে এই শহরটিতে রুশ বাহিনী তুমুল গোলাবর্ষণ করছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে নেমিশলিয়ানস্ক জেলার বেশ কয়েকটি বহুতল অ্যাপার্টমেন্টে রাশিয়ার গোলার আঘাতে ২ জন নিহত হয়েছে। এ তথ্য জানানো হয় জরুরি সেবা বিভাগের সর্বশেষ দৈনিক আপডেটে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন ৩০ লাখের বেশি মানুষ। এ ছাড়া যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১২ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।

এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৬৩৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৬ শিশু রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে।

সূত্র : বিবিসি

(দ্য রিপোর্ট/আরজেড/১৬ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর