thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

সামরিক মহড়ায় ন্যাটোর সামরিক প্লেন বিধ্বস্ত

২০২২ মার্চ ১৯ ১০:৫০:০৪
সামরিক মহড়ায় ন্যাটোর সামরিক প্লেন বিধ্বস্ত

দ্য রিপোর্ট ডেস্ক: ইউক্রেনে যুদ্ধের মধ্যে ইউরোপের দেশ নরওয়েতে অনুষ্ঠিত হচ্ছে নিরাপত্তা জোট ন্যাটোর সামরিক মহড়া। এ মহড়ায় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

খবরে বলা হয়, উত্তর নরওয়েতে অনুষ্ঠিত ন্যাটোর সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ সময় বিমানে চারজন ছিলেন।

নরওয়ের ফেডারেল সার্চ অ্যান্ড রেসকিউ কো-অরডিনেশন এজেন্সি রয়টার্সকে জানায়, শুক্রবার বৈরী আবহাওয়ার সময় ভি-২২ অসপ্রে প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনা করছিল, সে সময় থেকে এটি নিখোঁজ। পরে এক মুখপাত্র নিশ্চিত করেন, ওই যুদ্ধবিমানটি ‘ভূমিতে বিধ্বস্ত হয়েছে’।

যুদ্ধবিমানে থাকা চার জনের বর্তমান অবস্থা সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

নরওয়ের প্রচারমাধ্যম এনআরকে জানিয়েছে, ‘ওই এলাকায় বৈরী আবহওয়ার কারণে’ এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

কর্তৃপক্ষ স্থলে ও আকাশে তল্লাশি চালাচ্ছে।

নরওয়েতে ১৪ মার্চ শুরু হওয়া ন্যাটোর এ সামরিক মহড়া চলতে পারে ১ এপ্রিল পর্যন্ত।

(দ্য রিপোর্ট/আরজেড/১৯ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর