thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

ইউক্রেনে ৮৪৭ বেসামরিক নাগরিক নিহত : জাতিসংঘ

২০২২ মার্চ ২০ ১৩:০২:২১
ইউক্রেনে ৮৪৭ বেসামরিক নাগরিক নিহত : জাতিসংঘ

দ্য রিপোর্ট ডেস্ক: ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে রুশ বাহিনীর হামলায় কমপক্ষে ৮৪৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

এ বিশ্ব সংস্থার মানবাধিকার-বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) বলেছে, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত ৮৪৭ জন নিহত হওয়ার পাশাপাশি ১ হাজার ৩৯৯ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।

তাদের বেশিরভাগই ভারী কামানের গোলা, মাল্টিপল রকেট লঞ্চার, ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলায় হতাহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।

ওএইচসিএইচআরের একটি বড় পর্যবেক্ষক দল যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনে কাজ করছে। তবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত কিছু শহরের হতাহতের চিত্র এখনও তারা যাচাই করতে পারেনি। সে কারণে যুদ্ধে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে মনে করছে সংস্থাটি।

এ বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রুশ বাহিনী। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের হিসাবে, ইতোমধ্যে ৩০ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২০ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর