thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

রাশিয়ায় অ্যালুমিনা রপ্তানি বন্ধের ঘোষণা অস্ট্রেলিয়ার

২০২২ মার্চ ২০ ১৩:০৩:১১
রাশিয়ায় অ্যালুমিনা রপ্তানি বন্ধের ঘোষণা অস্ট্রেলিয়ার

দ্য রিপোর্ট ডেস্ক: ইউক্রেনে সামরিক অভিযানের জেরে রাশিয়ায় অ্যালুমিনা ও অ্যালুমিনিয়াম আকরিক রপ্তানি বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া।

একই সঙ্গে রবিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ইউক্রেনকে কয়লা-সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

অস্ট্রেলীয় সরকার বিবৃতিতে জানিয়েছে, রাশিয়া তার অ্যালুমিনিয়ামের চাহিদার প্রায় ২০ শতাংশ অস্ট্রেলিয়ার ওপর নির্ভর করে থাকে। আর এই পদক্ষেপটি রাশিয়ার অ্যালুমিনিয়াম উৎপাদনের ক্ষমতা অনেকটা সীমিত করবে। এটি মস্কোর জন্য গুরুত্বপূর্ণ একটি রপ্তানি।

সরকার আরও জানিয়েছে, জ্বালানি সংকটের চাহিদা মেটাতে ইউক্রেনকে ৭০ হাজার টন কয়লা সহায়তা করবে অস্ট্রেলিয়া সরকার।

ইউক্রেনের হামলার কারণ দেখিয়ে সম্প্রতি দেশটির একাধিক ব্যাংক ও সরকারি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে স্কট মরিসন সরকার। প্রথম থেকেই ইউক্রেন যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছে দেশটি।

এক বিবৃতিতে বলা হয়েছে, অস্ট্রেলিয়া এ পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘনিষ্ঠ ব্যবসায়ীসহ ৪৪৩ ব্যক্তি এবং ৩৩টি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
খবর বিবিসি

(দ্য রিপোর্ট/আরজেড/২০ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর