thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

‘সমঝোতায় প্রস্তুত, ব্যর্থ হলে তৃতীয় বিশ্বযুদ্ধ’

২০২২ মার্চ ২১ ১৫:৪০:০২
‘সমঝোতায় প্রস্তুত, ব্যর্থ হলে তৃতীয় বিশ্বযুদ্ধ’

দ্য রিপোর্ট ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি আপস করতে রাজি হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। কিন্তু তিনি সতর্ক করে বলেছেন, যদি কোনো ধরনের আলোচনার উদ্যোগ ব্যর্থ হয়, তাহলে এর অর্থ হবে দুই দেশের লড়াই একটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাবে।

রবিবার (২০ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এসব কথা বলেছেন। খবর নিউইয়র্ক পোস্টের।

জেলেনস্কির বলেন, আমি ভ্লাদিমির পুতিনের সঙ্গে আপস করতে রাজি আছি। কিন্তু এবার রাশিয়া কোনো সিদ্ধান্তে উপনীত না হলে ভালো হবে না। তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দেবে বিষয়টি।

২৪ ফেব্রুয়ারি রাশিয়া আচমকা ইউক্রেনের ওপর হামলা করার পর থেকে একাধিকবার তৃতীয় বিশ্বযুদ্ধের প্রসঙ্গ উঠেছে। যদিও প্রথম থেকেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়ে দিয়েছেন, আমেরিকা ইউক্রেনে সেনা পাঠাবে না। একই সিদ্ধান্ত নিয়েছে ইউরোপ। কিন্তু বর্তমানে রাশিয়া নিউক্লিয়ার ইভাকুয়েশন ড্রিল শুরু করেছে। এতে যথেষ্ট চিন্তায় পড়েছে আমেরিকাসহ পশ্চিমের দেশগুলো।

প্রথম থেকেই রাশিয়াকে সতর্ক করে আসছেন জো বাইডেন। তিনি বলেছিলেন, এর ফল ভালো হবে না। এরপর থেকেই ইউক্রেনকে আর্থিক সাহায্য করতে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে পুতিনের পালটা দাবি, আগামীতে এমন জিনিস হবে যা ইতিহাসে কখনো হয়নি।

সম্প্রতি আলোচনার জন্য বেশ কয়েকবার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। শনিবার এক ভিডিও বার্তায় তিনি দেরি না করে আলোচনায় বসার আহ্বান জানান। সতর্ক করে তিনি বলেছিলেন, তা না হলে রাশিয়ার ক্ষয়ক্ষতি হবে ব্যাপক।

(দ্য রিপোর্ট/আরজেড/২১ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর