thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

ন্যাটো শান্তিরক্ষী পাঠালে পরিণতি ভয়াবহ হবে: রাশিয়া

২০২২ মার্চ ২৩ ১৯:০৭:৩৫
ন্যাটো শান্তিরক্ষী পাঠালে পরিণতি ভয়াবহ হবে: রাশিয়া

দ্য রিপোর্ট ডেস্ক: ন্যাটো জোটের সেনাদের ইউক্রেনে শান্তিরক্ষা করতে পাঠানোর প্রস্তাব দিয়েছে পোল্যান্ড। দেশটি জানিয়েছে, ন্যাটোর পরবর্তী সভায় এ ব্যাপারে তারা অফিসিয়ালি প্রস্তাব দেবে।

এদিকে রাশিয়ার পক্ষ থেকে হুশিয়ারি দেওয়া হয়েছে, শান্তিরক্ষার নামে ইউক্রেনে ন্যাটো কোনো সেনা পাঠালে এর পরিণতি হবে ভয়াবহ। রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ মঙ্গলবার এ হুশিয়ারি দিয়েছেন।

এ ব্যাপারে দিমিত্রি পেসকোভ বলেন, ইউক্রেনে শান্তিরক্ষী পাঠানোর যে প্রস্তাব পোল্যান্ড দিয়েছে তাদের এ পরিকল্পনা বেপরোয়া এবং অত্যন্ত বিপদজনক।

তিনি বলেন, আমাদের সেনা ও ন্যাটোর সেনাদের মধ্যে যেকোনো মুখোমুখি অবস্থানের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ, যেই পরিণতি কাটিয়ে ওঠার বিষয়টি হবে অনেক কঠিন।

এদিকে, পোল্যান্ড এমন প্রস্তাব দিলেও ইউক্রেনে কোনো অবস্থাতেই সেনা পাঠাতে রাজি না যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোট।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর