thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

ইউক্রেন ছেড়ে যাওয়া শিক্ষার্থীরা সুযোগ পাবে রাশিয়ায়

২০২২ মার্চ ২৯ ০৯:২৭:৩৯
ইউক্রেন ছেড়ে যাওয়া শিক্ষার্থীরা সুযোগ পাবে রাশিয়ায়

দ্য রিপোর্ট ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান এক মাসের বেশি সময় ধরে চলছে। অভিযান শুরু হওয়ার পরেই বিপাকে পড়েন ইউক্রেনে পড়াশোনা করতে যাওয়া ছাত্রছাত্রীরা। ইউক্রেন ছেড়ে নিজের দেশে ফিরে যেতে বাধ্য হন তারা। মাঝপথেই বন্ধ হয়ে যায় পড়াশোনা। সেই সব পড়ুয়াদের জন্য বিকল্প ব্যবস্থা করতে চলেছে রাশিয়া।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, ইউক্রেনে অধ্যয়নরত মেডিকেল শিক্ষার্থীরা কোনো এন্ট্রান্স পরীক্ষা ছাড়াই রাশিয়ার মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে পারে। রাশিয়ায় পড়াশোনা করতে গেলে আলাদা করে কোনো বেতনও দিতে হবে না।

এরইমধ্যে ইউক্রেন থেকে ১৪০ জন ভারতীয় পড়ুয়া পাড়ি দিয়েছেন মলদোভায়। ইউক্রেনের প্রতিবেশী এই দেশে তারা বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তিও হয়ে গেছেন। একই পথে হাঁটতে চলেছে রাশিয়াও। ভারতীয়দের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে রাশিয়া। বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে পরামর্শদাতাদেরও অনুরোধ করা হয়েছে তারা যেন ভারতীয় পড়ুয়াদের উৎসাহ দেন রাশিয়ায় পড়াশোনা করার জন্য।

বর্তমানে প্রায় ১৬ হাজার ভারতীয় পড়ুয়া রাশিয়ার বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে পড়াশোনা করছেন। রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থী ও অভিভাবকদের বিশেষভাবে উৎসাহিত করার জন্য অনলাইন মিটিংয়ের ব্যবস্থাও করছেন। বিপুল সংখ্যক শিক্ষার্থী ভর্তি নিতে চায় রুশ বিশ্ববিদ্যালয়গুলো।

(দ্য রিপোর্ট/আরজেড/২৯ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর