thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

একই সময়ে ভারত সফরে রাশিয়া ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী

২০২২ এপ্রিল ০১ ২২:০৪:০৫
একই সময়ে ভারত সফরে রাশিয়া ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক: ইউক্রেন ইস্যুতে বিশ্ব রাজনীতিতে উত্তেজনা বিরাজ করছে। এতে মুখ্য ভূমিকা রাখছে প্রভাবশালী দেশগুলো। তবে একই সময়ে দুই রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর এক স্থানে সফর যেন সব আকর্ষণ কেড়ে নেয়।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, আজ শুক্রবার (১ এপ্রিল) ভারত সফর করছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইউক্রেন ইস্যুতে ভারতের অবস্থান কতটুকু গুরুত্বপূর্ণ তা এই দুই নেতার সফরই বুঝিয়ে দেয়।

লিজ ট্রাসের ভারত সফরের উদ্দেশ্য হচ্ছে, রাশিয়ার ওপর দেশটির নির্ভরশীলতা কমিয়ে যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্ক আরো শক্তিশালী করা। অন্যদিকে, একই উদ্দেশ্য নিয়ে সেখানে সফর করছেন সের্গেই ল্যাভরভ।

জানা যায়, সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করতে পারেন সের্গেই লাভরভ। এমনটি জানিয়েছেন তার মুখপাত্র মারিয়া জাখারোভা।

ইউক্রেনে রুশ আগ্রাসনের শুরু থেকেই কোনো পক্ষে অবস্থান নেয়নি ভারত। এমনকি জাতিসংঘে রাশিয়ার বিপক্ষে প্রস্তাবিত নিন্দা ভোটেও অংশ নেয়নি তারা। যুক্তরাষ্ট্রের আহ্বানে সারা না দিয়ে রাশিয়া থেকে তেল আমদানি করছে দিল্লি। তবে মোদি সরকারের দাবি, মোট তেল আমদানির তুলনায় খুব কম পরিমাণ তেল রাশিয়া থেকে আসছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১ এপ্রিল, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর