thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

টিপ ইস্যুতে আপত্তিকর পোস্ট: সেই পুলিশ পরিদর্শক রংপুরে বদলি

২০২২ এপ্রিল ০৬ ১১:২২:০৯
টিপ ইস্যুতে আপত্তিকর পোস্ট: সেই পুলিশ পরিদর্শক রংপুরে বদলি

দ্য রিপোর্ট প্রতিবেদক: টিপ ইস্যুতে প্রতিবাদকারী পুরুষদের নিয়ে আপত্তিকর মন্তব্যকারী সিলেট জেলা পুলিশের সেই কোর্ট পরিদর্শককে রংপুরে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) পুলিশ সদর দপ্তর থেকে এক প্রজ্ঞাপনে তাকে এ বদলির আদেশ দেওয়া হয়েছে।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. লুৎফর রহমান মঙ্গলবার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুলিশ সদর দপ্তর থেকে এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে’ বদলি করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

এর আগে টিপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে গত সোমবার রাতে সিলেট জেলার আদালত পুলিশের পরিদর্শক লিয়াকত আলীকে ক্লোজ করে পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়। একইসঙ্গে বিষয়টি ক্ষতিয়ে দেখতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলেও জানান তিনি।

টিপ পরায় ঢাকার এক নারী কলেজশিক্ষককে হেনস্তা করার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেক পুরুষ নিজেদের কপালে টিপ পরে প্রতীকী প্রতিবাদ জানান। এটিকে কটাক্ষ করে সোমবার দুপুরে নিজের ফেসবুকে একটি পোস্ট দেন পুলিশের পরিদর্শক লিয়াকত আলী। পুলিশ কর্মকর্তার পোস্টটিকে ‘আপত্তিকর’ উল্লেখ করে ফেসবুকে সমালোচনা শুরু হয়। সিলেটের নানা শ্রেণি-পেশার মানুষ পোস্টে বলা আপত্তিকর কথাবার্তার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

এ বিষয়ে জানতে চাইলে পরিদর্শক লিয়াকত আলী বলেন, নারী আমার কাছে সম্মানের ও শ্রদ্ধার। তাদের হেয় করে কোনো কথা আমি পোস্টে লিখিনি। ঢাকায় এক শিক্ষিকাকে হেনস্তার ঘটনায় যেভাবে পুরুষেরা কপালে টিপ দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন, এর জের ধরে আমি নিজের প্রতিক্রিয়া জানিয়েছি। পরে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হওয়ায় পোস্ট ডিলিট করে দিয়েছি।

(দ্য রিপোর্ট/আরজেড/০৬ এপ্রিল, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর