thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

ঈদের পর পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরিফ

২০২২ এপ্রিল ১২ ০৮:২৬:৪৬
ঈদের পর পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরিফ

দ্য রিপোর্ট ডেস্ক: পাকিস্তানি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ঈদের পর দেশে ফিরছেন।

পাকিস্তান মুসলিগ লীগের (নওয়াজ) এক জ্যেষ্ঠ নেতা বলেছেন, ঈদের পর আগামী মাসে লন্ডন থেকে নওয়াজ শরিফ দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী ইমরান খানের ক্ষমতাচ্যুত হওয়া এবং এর পরিপ্রেক্ষিতে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতার মধ্যেই নওয়াজ শরিফের দেশে ফেরার এই তথ্য জানান দলটির নেতা। খবর দি ইকোনোমিকস টাইমসের।

মিয়া জাবেদ লতিফ নামে মুসলিম লীগের ওই নেতা বলেন, তিন বারের প্রধানমন্ত্রী এবং পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) শীর্ষ নেতার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে বর্তমান জোট সরকারের শরিকদের সঙ্গে আলোচনা করা হবে।

এদিকে জাবেদ লতিফকে উদ্ধৃত করে পাকিস্তানের সংবাদমাধ্যম দি এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, সব সিদ্ধান্ত আগে জোট সরকারের সাংবিধানিক অংশীদারদের সামনে তোলা হবে।

৭২ বছর বয়সী নওয়াজ শরিফের বিরুদ্ধে বেশ কয়েকটি দুর্নীতির মামলা করেছিল ইমরান সরকার। এর আগে ২০১৭ সালের জুলাইয়ে পানামা পেপারস মামলায় দেশটির সুপ্রিম কোর্টের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন নওয়াজ শরিফ।

(দ্য রিপোর্ট/আরজেড/১২ এপ্রিল, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর