thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

ইউক্রেনে আরও ৮০ কোটি ডলারের অস্ত্র পাঠানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২২ এপ্রিল ১৪ ২৩:৩২:৪৭
ইউক্রেনে আরও ৮০ কোটি ডলারের অস্ত্র পাঠানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

দ্য রিপোর্ট ডেস্ক: ইউক্রেনকে আরও ৮০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিলো যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন এ ঘোষণা দিয়েছে। খবর রয়টার্সের।

বাইডেন বলেন, এই সহায়তার তালিকায় থাকবে গোলাবারুদ, সাঁজোয়া যান এবং হেলিকপ্টার। মূলত: দেশটির পূর্বাঞ্চলে রুশ বাহিনীকে প্রতিরোধের জন্য এসব সমরাস্ত্র সরবরাহ করবে ওয়াশিংটন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপের পর বাইডেন এক বিবৃতিতে বলেন, ইউক্রেনে রাশিয়া হামলা শুরু করার পর থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট ২৫০ কোটি ডলারের সামরিক সহায়তা করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে কামান ব্যবস্থা, গোলাবারুদ, সাঁজোয়া যান ও প্রতিরক্ষা নৌযানও রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বাইডেন আরও বলেন, আমরা (ইউক্রেনে অস্ত্র পাঠানোর ক্ষেত্রে) বিরতি দিতে পারি না। আমি প্রেসিডেন্ট জেলেনস্কিকে আশ্বস্ত করেছি, স্বাধীনতার জন্য লড়াইরত ইউক্রেনের সাহসী মানুষের পাশে আছে আমেরিকার জনগণ।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪ এপ্রিল, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর