thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

‘সাফল্যের পাঠশালা ফাউন্ডেশন’ এর যাত্রা শুরু

২০২২ এপ্রিল ১৫ ১৮:৫০:৫৩
‘সাফল্যের পাঠশালা ফাউন্ডেশন’ এর যাত্রা শুরু

দরদী সমাজ ও মানবিক পৃথিবীর প্রত্যাশায় সেবামূলক প্রতিষ্ঠান ‘সাফল্যের পাঠশালা ফাউন্ডেশন’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

রাজধানীর সেগুনবাগিচায় চয়ন সাহিত্য ক্লাবের কার্যালয়ে বৃহস্পতিবার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া অবহেলিত মানুষের মধ্যে আর্থিক সহযোগিতা প্রদানের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যানকবি লিলি হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছড়াকার ওয়াসীম হক। ফাউন্ডেশনের মেম্বার সেক্রেটারি মো. ইমরান হোসেন, সদস্য মো. সাঈদ জুনাইদ, ছাদিক শিকদার, মো. নুরুল হক, মো. মমিনুর রহমান, ইকসান রনি, এ জে ইকবাল, মো. শহীদুল হক, মো. রাসেল শেখ এবং মো. মঞ্জুরুল বারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অসচ্ছল, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীসহশ্রমজীবী ও অসহায় নারীদের মধ্যে আর্থিক সাহায্য বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু রেজা মো. ইয়াহিয়া বলেন, এই সংগঠন মানুষের মাঝে কল্যাণের প্রসার নিয়ে কাজ করবে। আর্থিক সাহায্যের পাশাপাশি মানুষের জীবনী শক্তিগুলো জাগিয়ে দিতে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে সববয়সী মানুষকে প্রশান্তিময় জীবনের পথ দেখাবে এই ফাউন্ডেশন। অবহেলিত, পিছিয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের বৃত্তবান মানুষের প্রতি আহবান জানান তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/১৫ এপ্রিল, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর