thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

স্বামীর সেবার জন্য দায়িত্ব ছাড়ছেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী

২০২২ এপ্রিল ২২ ১১:১২:১৩
স্বামীর সেবার জন্য দায়িত্ব ছাড়ছেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক: অসুস্থ স্বামী ক্রিস স্টোনের সেবার জন্য সাময়িক সময়ের জন্য দায়িত্ব ছাড়ছেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী সোফি উইলমেস। সম্প্রতি ক্রিস স্টোন ব্রেন ক্যান্সারে আক্রান্ত হন।

দেশটির উপপ্রধানমন্ত্রী উইলমেসও ‘গ্রীষ্মকালীন ছুটিতে থাকবেন’। তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে ‘শলাপরামর্শ করেই’ এমন সিদ্ধান্ত নেন তিনি।

এ বিষয়ে বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু এক বিবৃতিতে জানান, উইলমেস যে সিদ্ধান্ত নিয়েছেন তা ‘সর্বোচ্চ সম্মানের যোগ্য’। তবে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করছেন না। একটি ‘রাজকীয় ফরমান’ জারি করে তার দায়িত্ব সাময়িক সময়ের জন্য অন্য মন্ত্রণালয়ে স্থানান্তর করা হবে।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী সোফি ছুটি নেয়ায় সাময়িক সময়ের জন্য বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন দেশটির প্রধানমন্ত্রী ডি ক্রু।

এ বিষয়ে তিনি বলেন, ‘এ কঠিন পরিস্থিতিতে একজন স্ত্রী, একজন মায়ের ভূমিকা পালন করা জরুরি।’

(দ্য রিপোর্ট/আরজেড/২২ এপ্রিল, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর