thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

৩১ মে পর্যন্ত ওমরাহ পালন করতে পারবেন মুসল্লিরা

২০২২ মে ০৬ ১৯:২১:৩০
৩১ মে পর্যন্ত ওমরাহ পালন করতে পারবেন মুসল্লিরা

দ্য রিপোর্ট ডেস্ক: চলতি মৌসুমে আগামী ৩১ মে পর্যন্ত ওমরাহ পালন করতে পারবেন মুসল্লিরা। এ সময়ের মধ্যে সৌদি আরব ছাড়া বাহিরের দেশ থেকে আসা মুসল্লিরা ওমরাহ পালন করতে পারবেন।

আজ শুক্রবার (৬ মে) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, চলতি সাওয়াল মাসের ৩০ তারিখ পর্যন্ত এ মৌসুমে ওমরাহ পালনকারীদের জন্য অনুমতি দেওয়া হয়েছে। এছাড়াও আগামী ১৫ সাওয়াল পর্যন্ত ওমরাহর ভিসার জন্য আবেদন করা যাবে। এ জন্য নির্ধারিত অনলাইন প্লাটফর্মে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।

এদিকে, করোনা মহামারির দুই বছরের মধ্যে প্রথমবারের মতো বিশ্বব্যাপী হজযাত্রীদের গ্রহণ করতে প্রস্তুত হচ্ছে সৌদি আরব। গেল বছর করোনার কারণে ৬০ হাজার মুসল্লি হজ পালন করার সুযোগ পেয়েছিলেন।

চলতি বছর করোনার টিকা নেওয়া ৬৫ বছরের কম বয়সি বিদেশিরা হজ পালন করতে পারবেন।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৬ মে, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর