thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

সূচকের বৃদ্ধি পুঁজিবাজারে

২০২২ মে ২৭ ০১:১৫:৫৫
সূচকের বৃদ্ধি পুঁজিবাজারে

দ্য রিপোর্ট প্রতিবেদক: শেয়ারবাজারে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার (২৬ মে) সূচক উত্থান ধারায় ফিরেছে। এদিন লেনদেনের পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫০ পয়েন্ট বেড়ে ৬২৩৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসই শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১৩৭৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে ২৩০৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৭৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দরপতন হয়েছে ২৭৩ কোম্পানির শেয়ার ও ইউনিটের। এছাড়া, দর বেড়েছে ৬১ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৪০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।

ডিএসইতে মোট ৫৩৯ কোটি ১২ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিলো ৫১৩ কোটি ১১ লাখ টাকা।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৯৬৬ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১৮ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ২৮০ পয়েন্টে, সিএসই৫০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৫ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ২৫৫ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩২টির, কমেছে ৮৮ টির এবং অপরিবর্তিত আছে ৩৫ টির। দিন শেষে সিএসইতে ১৩ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দ্য রিপোর্ট/ মাহা /২৬ মে,২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর