thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

২০৯টি কোম্পানির শেয়ারের দাম কমলো 

২০২২ জুন ০৬ ১৮:৩২:৪৯
২০৯টি কোম্পানির শেয়ারের দাম কমলো 

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জে সোমবার (৬ জুন) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। যদিও আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে কিন্তু অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট কমে ৬৪৮৯ পয়েন্টে অবস্থান করছে।

এছাড়া, ডিএসই শরীয়াহ সূচক ৯ পয়েন্ট কমে ১৪১৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট কমে ২৩৬১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৭৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩০টি কোম্পানির। এছাড়া দরপতন হয়েছে ২০৯টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।

ডিএসইতে মোট ৯৭৪ কোটি ৭ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিলো ৯৫০ কোটি ১০ লাখ টাকা।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৪০৭ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯ পয়েন্ট কমে ১৯ হাজার ১৯ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৫১ পয়েন্ট কমে ১৩ হাজার ৭৭৪ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ৩১৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ১৫৮ টির এবং অপরিবর্তিত আছে ৩৫ টির। দিন শেষে সিএসইতে ২০ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

(দ্য রিপোর্ট/ মাহা / ৬ জুন,২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর