thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

বাজেটের দিন দরপতন পুঁজিবাজারে 

২০২২ জুন ০৯ ১৬:০৭:০১
বাজেটের দিন দরপতন পুঁজিবাজারে 

দ্য রিপোর্ট প্রতিবেদক : আজ (বৃহস্পতিবার) ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারের জন্য ইতিবাচক না নেতিবাচক হবে এ নিয়ে সংশয়ে রয়েছেন বিনিয়োগকারীরা। যদিও পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন মহলের নানান দাবি ও সুপারিশ করেছে বলে জানা গেছে। এরুপাবস্থায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য পতন হয়েছে, কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণও।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইতে ৭৫৮ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৬১ কোটি ৩৯ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে৯১৯ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৪৮০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪১৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৩৫২ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ১৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১০ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ৩০ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর