thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

পদত্যাগ করেছেন গোটাবায়া রাজাপাকসে

২০২২ জুলাই ১৪ ২০:২৫:৫১
পদত্যাগ করেছেন গোটাবায়া রাজাপাকসে

দ্য রিপোর্ট ডেস্ক: পদত্যাগ করেছেন দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার সিঙ্গাপুরের সংবাদমাধ্যম স্ট্রেটটাইমস এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, সৌদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্থানীয় সময় সন্ধ্যায় ৭টা ১৭ মিনিটে মালদ্বীপ থেকে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে পৌঁছান গোটাবায়া রাজাপাকসে। রাত ৮টার দিকে একটি গাড়িবহরে করে তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে যান। তবে তিনি সিঙ্গাপুরে কতদিন থাকবেন তা জানা যায়নি।

সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্যক্তিগত সফরে সিঙ্গাপুরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে গোটাবায়াকে।

মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ‘তিনি আশ্রয় চাননি এবং তাকে আশ্রয়ের অনুমোদনও দেওয়া হয়নি। সিঙ্গাপুর সাধারণত কোনো আশ্রয়ের আবেদন অনুমোদন করে না।’

সূত্র জানিয়েছে, গোটাবায়া ইতোমধ্যে তার পদত্যাগ পত্র জমা দিয়েছেন। তিনি সিঙ্গাপুরে পর্যটন ভিসায় প্রবেশ করেছেন।

প্রসঙ্গত, ব্যাপক বিক্ষোভের মুখে মঙ্গলবার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে একটি সামরিক বিমানে করে মালদ্বীপ পালিয়ে যান। সেখান থেকে তিনি বৃহস্পতিবার সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১৪ জুলাই, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর