thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ

২০২২ অক্টোবর ২৪ ১১:৫৩:৪১
বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ

দ্য রিপোর্ট প্রতিবেদক:ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বরিশালে সোমবার সকাল ৬টা থেকে বরিশালের অভ্যন্তরীণ রুটে একতলা বিশিষ্ট লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বরিশালের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক আ. রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

আ. রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বরিশাল নদী বন্দর এলাকায় বৈরী আবহাওয়া সৃষ্টি হওয়ায় সকল একতলা লঞ্চ ও স্পিডবোট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ করা হয়েছে। এর আওতায় অভ্যন্তরীণ ১২টি রুটের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বিশেষ করে ভোলা, মেহেন্দীগঞ্জ, হিজলাসহ উপকূলীয় এলাকার লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাজহারুল ইসলাম জানান, সমুদ্র বন্দরের জন্য ৪ নম্বর সতর্ক সংকেত রয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর