thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক চায় রাশিয়া

২০২২ নভেম্বর ০১ ১১:১৩:১৫
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক চায় রাশিয়া

দ্য রিপোর্ট প্রতিবেদক:কৃষ্ণ সাগরের ক্রিমিয়া অংশে রুশ নৌবহরে ড্রোন হামলার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক চায় রাশিয়া। বিষয়টি নিয়ে আলোচনার জন্য সোমবার নিরাপত্তা পরিষদকে বৈঠকে বসার আহ্বান জানিয়েছে মস্কো। সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

মস্কোর দাবি, শনিবার ক্রিমিয়ার সেভাস্তোপল উপসাগরে ১৬টি বিমান ও সামুদ্রিক ড্রোন নিয়ে রুশ নৌবহরে হামলা চালিয়েছে ইউক্রেন। যদিও ইউক্রেনের তরফে এখনও পর্যন্ত এই হামলা চালানোর কথা স্বীকার করা হয়নি। বরং দেশটির দাবি, জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া খাদ্যশস্য চুক্তি থেকে সরে যেতে রাশিয়া নিজেই এই হামলার ঘটনা সাজিয়েছে।

এদিকে রাশিয়ার বিরুদ্ধে খাদ্যশস্যকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এমন অভিযোগ করেছেন। তিনি বলেন, জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া খাদ্যশস্য চুক্তি থেকে সরে গিয়ে মানবিক সংকট আরও বাড়িয়ে দিয়েছে রাশিয়া। প্রকৃতপক্ষে এর মধ্য দিয়ে খাদ্যশস্যকে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

তিনি বলেন, খাদ্যশস্য রফতানি ব্যাহত করতে রাশিয়ার কর্মকাণ্ডের ফলে দুনিয়াজুড়ে খাবারের পেছনে মানুষের ব্যয় বাড়াবে, ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়বে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর